সোমবার ২৫ অক্টোবর ২০২১ - ১২:০৫
    রাহবারে মোয়াজ্জাম(হা)

হাওজা / আজ ইসলামী দুনিয়া অনেক বড় পরীক্ষায় নিমজ্জিত এবং সেই সকল সমস্যার সমাধান হল ইসলামী ঐক্য।

 হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, "আজ ইসলামী দুনিয়া অনেক বড় পরীক্ষায় নিমজ্জিত এবং সেই সকল সমস্যার সমাধান হল ইসলামী ঐক্য। ইত্তেহাদ অর্থাৎ একে অপরের সাহায্য ও সহযোগিতা, মাসলাকি ও মতাদর্শগত পার্থক্যের উর্দ্ধে গমন করা।

 আজ ইসলামি দুনিয়ার ব্যপারে সাম্রাজ্যবাদী ও ঔপনিবেশিক   শক্তির প্রচেষ্টা এটাই যে যতদূর সম্ভব ইসলামি দুনিয়াকে ঐক্যবদ্ধতা থেকে বঞ্চিত করা। মুসলমানদের মধ্যে ঐক্য তাদের জন্য একটা বড় বাধা। দেড় কোটি মুসলমান অফুরন্ত ‘সম্পদের মালিক’ ।

 এতগুলি ইসলামী দেশের অসামান্য  জনশক্তি যদি একত্রিত হয় এবং একসঙ্গে ইসলামী উদ্দেশ্য ও লক্ষ্যের দিকে আগিয়ে যায় তাহলে বিশ্বশক্তি *দম্ভ করার সাহস* পাবে না এবং অন্য দেশ, শাসক ও জাতির শক্তি-সামর্থ্য ও অর্থের উপর নিজের ইচ্ছা চাপিয়ে দিতে পারবে না, শয়তানি যায়োনিষ্ট নেটওয়ার্ক বিভিন্ন শাসকবর্গকে মুষ্টিবদ্ধ করতে সক্ষম হবে না এবং তাদেরকে নিজেদের অশুভ উদ্দেশ্যের জন্য ব্যবহার করতে পারবে না। যদি মুসলমানরা ঐক্যবদ্ধ হয় তবে এরূপ অবস্থা হবে।"_

    রাহবারে মোয়াজ্জাম(হা)

অনুবাদ: মোত্তাহীর খান

দ্রষ্টব্য: হাওজা নিউজে প্রকাশিত সমস্ত নিবন্ধ লেখকদের ব্যক্তিগত মতামতের উপর ভিত্তি করে। হওজা নিউজের নীতি লেখকের মতামতের সাথে একমত হওয়া জরুরী নয়।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha